ফারুক আহমেদ সুজন : নানা সমালোচনা আর আলোচনার ইতি টানলেন ভারতের সা-রে-গা-মা রিয়েলিটি মিউজিক শো থেকে উঠে আসা সঙ্গীত শিল্পী নোবেল একের পর এক বিতর্কের মধ্যে পড়েছিলেন এই সঙ্গীতশিল্পী। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য এই শিল্পীকে ঘিরে আলোচনা-সমালোচনা অবশেষে থামালেন নিজেই।
নিজের ফেসবুক পেজে ১৮ মে মঙ্গলবার সকল সাংবাদিক মহলসহ সকলের কাছে ভুলের জন্য ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছেন নোবেল।
তিনি লিখেছেন, ‘রোড এক্সিডেন্ট এর পর আমাকে কেউ একবার কল করে খবর নিল না। নিজের আবেগ আসলে ধরে রাখতে পারি নাই। আমি মাত্র ২৪ বছর বয়সী একজন তরুন শিল্পী। আমিও তো দেশের জন্য সুনাম কুড়িছে এনেছি। আমি না হয় ভুল করব। সেগুলি ভুল ধরে দেওয়ার দায়িত্ব তো আপনাদের। সেখানে অনেকেই আমাকে প্রতিনিয়ত হেয় করছেন। তাই আসলে রাগ সামলাতে পারিনি। আমি সকল সাংবাদিক ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে কথা দিচ্ছি পরবর্তীতে এরকম ভুল আর হবে না… সবাইকে ভালোবাসা… ঈদ মোবারক।’
ভারতের সা-রে-গা-মা রিয়েলিটি শো থেকে আলোচনায় উঠে আসা নোবেলের ভেরিফায়েড ফেইসবুক পেইজে ঈদের আগের রাত থেকে একটির পর একটি বিতর্কিত পোস্ট দেখে অনেকের ভ্রূকুটি ওঠে।
২০১৯ সালে ভারতের জি-বাংলা টিভির রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে অংশ নিয়ে বাংলাদেশের পাশাপাশি ভারতেও পরিচিতি পান নোবেল; প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন তিনি।