ফারুক আহমেদ সুজন : আগামীকাল থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সব অফিস ও সেবা কার্যক্রম পুনরায় চালু হচ্ছে। আজ রবিবার বিআরটিএ’র এক অফিস আদেশে বলা হয়েছে, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগ সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত দপ্তর ও সংস্থাসমূহকে জরুরি পরিষেবার আওতাভুক্ত করায় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা মোতাবেক সব বিভাগীয় অফিস ও সার্কেল অফিস খোলা রেখে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিআরটিএ’র সেবা কার্যক্রম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিআরটিএ’র চেয়ারম্যান জানান, কিন্তু সংক্রমণের ঝুঁকি আছে এমন ক্ষেত্রগুলোতে পরিষেবা সীমিত হতে পারে।
আগামীকাল এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা আছে বলেও জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান