ঝিনাইদহ: জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজারে বর যাত্রীবাহি বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এরমধ্যে একই পরিবারের ৩ জন রয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৪০ জন।শুক্রবার ভোর ৩টা ৫০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
এঘটনার পর পরই কর্তব্য অবহেলার অভিযোগে বারবাজার স্টেশন মাস্টার তুর্কি আহমেদ ও গেটম্যান হুমায়ুন কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনার পর খুলনার সঙ্গে দেশের সব ধরনের রেল যোগাযোগ আট ঘণ্টা বন্ধ থাকে। বর ও বউ বহন করা মাইক্রোবাস আগে চলে যাওয়া তারা বেঁচে গেছেন।
দুর্ঘটনার পর রেলের পশ্চিম জোনের মহাপরিচালক আব্দুল আওয়াল ভুইয়া, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা প্রশাসক শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
এদিকে ঝিনাইদহ জেলা প্রশাসক শফিকুল ইসলামের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন জাহানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামি তিন কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সময় রেল কর্তৃপক্ষের নির্দেশের পৃথক আরো একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামি সাত কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন একেই পরিবারের ৩ জন ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভাধীন নিশ্চিন্তপুর গ্রামের ভবেশ কুমারের স্ত্রী তৃষ্ণা রাণী (৩০), ছেলে কৌশিক অধিকারী (৮) ও ভায়ের মেয়ে বন্যা রাণী (৩৫)।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের অনিল বিশ্বাসের ছেলে সুধির কুমার (৪০), জগবন্ধু বিশ্বাসের ছেলে বিপ্লব কুমার (২৫), মহাপ্রসাদ দের ছেলে শোভন কুমার (২৮) একই গ্রামের সুবল কুমার (২২), ঐশি (৭), সুজয় (৩০), সঞ্জয় কুমার (৩৪), এবং ফরিদপুর জেলার কানাইপুরের শ্যামল কুমারের ছেলে উজ্জল কুমার (৩০)।
শুক্রবার ভোরে বাসটি কালীগঞ্জের সাকো মথনপুর থেকে বিয়ে শেষে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামে যাচ্ছিল। সকাল ১০টার দিকে খুলনা ও ঈশ্বরদী থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, শুক্রবার রাতে কালীগঞ্জ উপজেলার বারবাজার সাকো মথনপুর গ্রামের সুবল বিশ্বাসের মেয়ে স্কুল শিক্ষিকা জোসনা রানীর বিয়ে হয় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তাপস কুমার বিশ্বাসের সঙ্গে। তাপস একই গ্রামের মৃত রনজিত কুমার বিশ্বাসের ছেলে। বিয়ে শেষে যাত্রীবাহী বাস বারবাজার মাছ বাজারের রেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় দিনাজপুরের সৈয়দপুর থেকে খুলনাগামী সীমান্ত ৭৪৮ ডাউন এক্সপ্রেস ট্রেন বাসটিকে ধাক্কা দিয়ে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে যায়। খবর পেয়ে ঝিনাইদহ, যশোর, কোটচাঁদপুর ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহত ও নিহতদের উদ্ধার করে।
কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরে কালীগঞ্জ হাসপাতালে আরো দুইজন মারা যান। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে কমপক্ষে ৪০ জনকে। তাদের কালীগঞ্জ, ঝিনাইদহ, যশোর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি জানান।
রেলের পশ্চিম জোনের মহাপরিচালক আব্দুল আওয়াল ভুইয়া জানান, তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামি সাত কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, গেটম্যান ও স্টেশন মাস্টারের অবহেলার কারনেই দুর্ঘটনা ঘটেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান