বাংলার খবর২৪.কম ডেস্ক : এ বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন ফরাসি অর্থনীতিবিদ জ্যঁ তিরোল।
সোমবার স্থানীয় সময় দুপুর ১ টায় রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এ নোবেল জয়ীর নাম ঘোষণা করা হয়।
বাজারের ক্ষমতা ও এর বাধ্যবাধকতা নিয়ে বিশ্লেষণ করার জন্য এ পুরস্কার পেলেন তিনি।
১৯৬৯ সাল থেকে ২০১৩ সাল প্রর্যন্ত ৪৫ দফায় ৭৪ জন অর্থনীতিবিদ এ পুরস্কারে ভূষিত হয়েছেন।
১৯০১ সাল থেকে পৃথিবীর বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অসামান্য অবদানের জন্য পুরস্কার প্রদান করে আসছে নোবেল কমিটি। নরওয়ের রাজধানী অসলো থেকে শুধু শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়। বাকি পুরস্কার ঘোষণা ও প্রদান করা হয় সুইডেনের রাজধানী স্টকহোমে।
এর আগে এ বছর শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার দেয়া হয় পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই (১৭) ও ভারতের শিশু অধিকার আন্দোলনের কর্মী কৈলাস সত্যার্থী।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান