বাংলার খবর২৪.কম : কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নের হায়দারাবাদ বাদামতলি বাজারে সোমবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন-আল-রশিদের ছেলে ও ভাইয়ের নেতৃত্বে দোকান ও বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক উপজেলা চেয়ারম্যন মো. হারুন-আল-রশিদের ছেলে মো. হানিফ ও তার দুই বন্ধু রোববার সন্ধ্যায় মটরসাইকেল করে নিজ বাড়ি থেকে উপজেলার বাদামতলি বাজারে যাওয়ার পথে মটর সাইকেল ও সিএনজির মৃদু সংঘর্ষ নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়।
এর সূত্র ধরে সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন আল রশিদের ভাই জাকির, আইনল ও ছেলে হানিফ সোমবার সকালে বেশ কিছু আ’লীগ সমর্থক নিয়ে এসে সিএনজি ড্রাইভারের ভাই ও কথাকাটাকাটি হওয়া লোকজনের দোকান পাটে ব্যাপক হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় ব্যবসায়ী আক্কাছ আলী, ইমরান, মতিন মিয়া, হাবিবের দোকানসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনাও ঘটে।
পরে তারা ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়েও হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্তরা হামলাকারী ও পুলিশের ভয়ে উল্টো বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে সংঘর্ষ হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান