ডেস্কঃ মহামারির প্রকটে স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যক্রম আগামীকাল ৯ মে থেকে সারাদেশের মেট্রো ও জেলা সার্কেলে পুনরায় চালু হবে। আগামীকাল থেকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত পরিসরে প্রয়োজনীয় জনবল দ্বারা বিদেশে চাকরি, পড়াশোনা, শান্তিরক্ষী মিশন ইত্যাদিসহ জরুরি প্রয়োজনে ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট ও সরবরাহ এবং জরুরি প্রয়োজনে মোটরযান রেজিষ্ট্রেশন প্রদানের জন্য নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেছে বিআরটিএ।
আজ ৮ মে বিআরটিএর পরিচালক ইঞ্জিনিয়ার শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে এমনটা জানিয়েছে।
এছাড়া পূর্বের পেন্ডিং কাজের নিষ্পত্তি দেওয়ার অগ্রাধিকার দেওয়া হবে এবং পর্যায়ক্রমে অন্যান্য সেবা প্রদান চালু হবে।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল থেকে সারাদেশে করোনার মহামারির কারনে সরকারি বেসরকারি সব ধরনের অফিস বন্ধ রেখে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার।টানা তিন দফার নিষেধাজ্ঞাতেই বন্ধ ছিল বিআরটিএ। ওইদিন থেকে প্রায় ২৫ দিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে সীমিত পরিসরে চালু হচ্ছে বিআরটিএ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান