বাংলার খবর২৪.কম : পটুয়াখালীর বঙ্গোপসাগর মোহনায় কুয়াকাটা সংলগ্ন আন্দারমানিক নদী থেকে ‘মা’ ইলিশ নিধনের সময় ৯ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এরপর প্রত্যেককে এক বছরের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
সোমবার বিকেল ৪টার দিকে কোস্টগার্ড অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ কারাদণ্ড দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গির আলম জানান, জেলার কুয়াকাটা সংলগ্ন আন্দারমানিক নদীর সাগর মোহনায় দু’টি ট্রলারে ‘মা’ ইলিশ ধরার সময় ৯ জেলেকে আটক করে মহিপুরের নিজামপুর কোস্টগার্ড সদস্যরা তাদের ক্যাম্পে নিয়ে আসে। পরে তাদেরকে এ দণ্ড প্রদান করা হয়।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন- কাওছার আহমেদ, আনিসুর রহমান, নাসির হোসেন, মো. বেল্লাল, ফোরকান মিয়া, লাল মিয়া, বেল্লাল ভূইয়া, বেচু মিয়া ও শাহজাহান মিয়া। জানা গেছে, দণ্ডপ্রাপ্ত জেলেদের বাড়ি জেলার রাঙ্গাবালী উপজেলার মৌডুবি গ্রামে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান