অপরাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু Logo গত ২০ বছরে ঈদযাত্রা এত স্বস্তির হয়নি : সড়ক উপদেষ্টা Logo মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ চেয়ারম্যান Logo ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সায়দাবাদে বিআরটিএ’র মোবাইল কোর্ট অভিযান Logo এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে – মোঃ এহছানুল হক Logo লালমনিরহাটে কোচিং সেন্টারের নামে একাধিক মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে প্রতারণা করা সেই কোচিং শিক্ষক গ্রেফতার Logo তাড়াশে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু Logo মুক্তিযুদ্ধের স্মৃতিমঞ্চে স্থাপিত ম্যুরাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো Logo দাদন ব্যবসায়ীর ভয়ে ঘর ছাড়া চা বিক্রেতা সুদ আসলে পরিশোধ করেও আসামী Logo লালমনিরহাট শাখা ফুলকুঁড়ি সদস্য, চৌকস ভাইয়াদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর ইফতার অনুষ্ঠান

টি-২০ বিশ্বকাপও হাতছাড়া হচ্ছে ভারতের!

ডেস্ক: করোনা ঘাড়ে চাপার পর বোধদয় হলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ওই আইপিএল কর্তৃপক্ষের।

বায়ো বাবল সুরক্ষার মধ্যেও যখন করোনার হানা থেকে রেহাই পেল না আইপিএলে অংশ নেওয়া ক্রিকেটাররা, তখন স্থগিত করতে হলো টুর্নামেন্ট।

স্থগিতের আগেই করোনাভীতিতে বেশ কয়েকজন বিদেশি তারকা ভারত ছেড়েছেন। করোনায় মৃতের চিতার আগুনের ধোঁয়ায় যখন দিল্লি, চেন্নাইয়ের আকাশ অন্ধকারাচ্ছন্ন, তখন বায়ো বাবলে ভরসা করেই চলছিল আইপিএল।

কিন্তু বায়ো-বাবল পরিবেশই সবচেয়ে নিরাপদ দাবি এর টেকল না বিসিসিআইয়ের। করোনার থাবায় টুর্নামেন্ট তো স্থগিত হলোই, এখন টি-টোয়েন্টি বিশ্বকাপও হাতছাড়া হওয়ার উপক্রম।

আইপিএল স্থগিত হওয়ার পরই আলোচনায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের মাটিতে আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পড়ে গেছে পুরোপুরি অনিশ্চয়তায়।

স্বাস্থ্য বিশ্লেষক, ক্রিকেট বিশ্লেষক এবং সাবেক তারকারা প্রশ্ন তুলেছেন, বর্তমান পরিস্থিতির বিচারে অক্টোবরে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে ভারতের আঙিনায়। অথচ দ্বিতীয় ঢেউয়ের লণ্ডভণ্ড সব। তৃতীয় ঢেউ সামাল দেওয়ার তো প্রশ্নই আসে না। ওই সময় ১৬ দেশের ক্রিকেটার ও স্টাফদের নিয়ে ভারতের মাটিতে বৈশ্বিক এই আয়োজন করা যাবে কি?

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কি রাজি হবে তাতে?

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপকে অন্যত্র সরিয়ে নিতে পারে আইসিসি। বিষয়টি বিসিসিআইকে জানিয়েও দিয়েছে আইসিসি।

এ নিয়ে বিসিসিআইয়ের বেশ কয়েকজন কর্মকর্তা সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়ার পক্ষপাতী অনেকেই। সেটাই যদি হয়, তাহলে করোনার জন্য টি-টোয়েক্টি বিশ্বকাপও হচ্ছে না ভারতের মাটিতে।

তবে এখনও হাল ছাড়তে রাজি নন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। সংবাদমাধ্যমকে সৌরভ বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আরও কিছুটা সময় রয়েছে। আমরা করোনা পরিস্থিতির দিকে নজর রাখছি। আগামীদিনে পরিস্থিতির বিচার করে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

তবে ভেতরের খবর অন্যরকম। এমন পরিস্থিতি বিশ্বকাপ আয়োজনের চিন্তাও করতে পারছে না বিসিসিআই।

পিটিআইকে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্মকর্তা বলেন, ‘ভারতের ৭০ বছরের ইতিহাসে স্বাস্থ্যের এমন অবস্থা হয়নি। শুরু হওয়ার চার সপ্তাহের মধ্যে আইপিএল স্থগিত করে দেওয়া প্রমাণ করে বড় মাপের প্রতিযোগিতা আয়োজন করার মতো দেশের অবস্থা নেই। আর নভেম্বরে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ দেখা দিতে পারে দেশে। সেই সময় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা অসম্ভব।’

তাহলে ভেন্যু বদলে কোথায় নেওয়া হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ?

ওই কর্মকর্তা জানালেন, সংযুক্ত আরব আমিরাতই হবে উৎকৃষ্ট ভেন্যু। সেখানে আইপিএল আয়োজনের অভিজ্ঞতা রয়েছে ভারতের। করোনার সংক্রমণও নেই তেমন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ব্যারিস্টার হাসান রাজিব এর পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দহগ্রাম যুবদল নেতা রাজ্জাক হোসেন রাজু

টি-২০ বিশ্বকাপও হাতছাড়া হচ্ছে ভারতের!

আপডেট টাইম : ০৪:৫৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১

ডেস্ক: করোনা ঘাড়ে চাপার পর বোধদয় হলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ওই আইপিএল কর্তৃপক্ষের।

বায়ো বাবল সুরক্ষার মধ্যেও যখন করোনার হানা থেকে রেহাই পেল না আইপিএলে অংশ নেওয়া ক্রিকেটাররা, তখন স্থগিত করতে হলো টুর্নামেন্ট।

স্থগিতের আগেই করোনাভীতিতে বেশ কয়েকজন বিদেশি তারকা ভারত ছেড়েছেন। করোনায় মৃতের চিতার আগুনের ধোঁয়ায় যখন দিল্লি, চেন্নাইয়ের আকাশ অন্ধকারাচ্ছন্ন, তখন বায়ো বাবলে ভরসা করেই চলছিল আইপিএল।

কিন্তু বায়ো-বাবল পরিবেশই সবচেয়ে নিরাপদ দাবি এর টেকল না বিসিসিআইয়ের। করোনার থাবায় টুর্নামেন্ট তো স্থগিত হলোই, এখন টি-টোয়েন্টি বিশ্বকাপও হাতছাড়া হওয়ার উপক্রম।

আইপিএল স্থগিত হওয়ার পরই আলোচনায় টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের মাটিতে আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পড়ে গেছে পুরোপুরি অনিশ্চয়তায়।

স্বাস্থ্য বিশ্লেষক, ক্রিকেট বিশ্লেষক এবং সাবেক তারকারা প্রশ্ন তুলেছেন, বর্তমান পরিস্থিতির বিচারে অক্টোবরে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়বে ভারতের আঙিনায়। অথচ দ্বিতীয় ঢেউয়ের লণ্ডভণ্ড সব। তৃতীয় ঢেউ সামাল দেওয়ার তো প্রশ্নই আসে না। ওই সময় ১৬ দেশের ক্রিকেটার ও স্টাফদের নিয়ে ভারতের মাটিতে বৈশ্বিক এই আয়োজন করা যাবে কি?

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কি রাজি হবে তাতে?

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারতের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপকে অন্যত্র সরিয়ে নিতে পারে আইসিসি। বিষয়টি বিসিসিআইকে জানিয়েও দিয়েছে আইসিসি।

এ নিয়ে বিসিসিআইয়ের বেশ কয়েকজন কর্মকর্তা সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়ার পক্ষপাতী অনেকেই। সেটাই যদি হয়, তাহলে করোনার জন্য টি-টোয়েক্টি বিশ্বকাপও হচ্ছে না ভারতের মাটিতে।

তবে এখনও হাল ছাড়তে রাজি নন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। সংবাদমাধ্যমকে সৌরভ বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আরও কিছুটা সময় রয়েছে। আমরা করোনা পরিস্থিতির দিকে নজর রাখছি। আগামীদিনে পরিস্থিতির বিচার করে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

তবে ভেতরের খবর অন্যরকম। এমন পরিস্থিতি বিশ্বকাপ আয়োজনের চিন্তাও করতে পারছে না বিসিসিআই।

পিটিআইকে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্মকর্তা বলেন, ‘ভারতের ৭০ বছরের ইতিহাসে স্বাস্থ্যের এমন অবস্থা হয়নি। শুরু হওয়ার চার সপ্তাহের মধ্যে আইপিএল স্থগিত করে দেওয়া প্রমাণ করে বড় মাপের প্রতিযোগিতা আয়োজন করার মতো দেশের অবস্থা নেই। আর নভেম্বরে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ দেখা দিতে পারে দেশে। সেই সময় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা অসম্ভব।’

তাহলে ভেন্যু বদলে কোথায় নেওয়া হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ?

ওই কর্মকর্তা জানালেন, সংযুক্ত আরব আমিরাতই হবে উৎকৃষ্ট ভেন্যু। সেখানে আইপিএল আয়োজনের অভিজ্ঞতা রয়েছে ভারতের। করোনার সংক্রমণও নেই তেমন।