ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূইফোড় আবাসন কোম্পানী ওয়েলকেয়ার কনসোর্টিয়াম লিমিটেড নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে তারা এ কর্মসূচি পালন করে।
স্থানীয়রা জানায়, ভুয়া আবাসন কোম্পানি ওয়েলকেয়ার কনসোর্টিয়াম লিমিটেড কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা মৌজায় মাত্র ৩/৪ বিঘা জমি কিনে নিরীহ কৃষকদের প্রায় ৫০০ বিঘা জমি জোর করে দখলে নিয়ে বালু ভরাট কার্যক্রম শুরু করে। এতে এলাকাবাসী বাধা দিলে তাদের মামলা হামলা দিয়ে হয়রানী করছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বদিউজ্জামান মিঠু, পরিচালক মোস্তাফিজুর রহমান ও গফুর আজাদ এই জবর দখলের সঙ্গে জড়িত।
এ কারণে স্থানীয়রা বিক্ষুব্দ হয়ে সোমবার বিকেল ৩টায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম, অ্যাডভোকেট আব্দুল আউয়াল, আলতাফ হোসেন, আলী আজগর, মোজাম্মেল হক মিলন,মোস্তফা কামাল সহ কায়েতপাড়ার হাজার হাজার নারী পুরুষ।
এ সময় তারা বলেন, যদি কৃষকদের ন্যায্যমূল্য না দিয়ে জমি জবর-দখল করে এই ভুয়া প্রতিষ্ঠান কায়েতপাড়ার মাটিতে পা রাখে তাহলে জনগন ওই ভূমিদস্যুদের সম্মিলিতভাবে প্রতিহত করবে।