বাংলার খবর২৪.কম: সীমান্তে কোনো ধরনের উত্তেজনা ছড়ানো হলে এর প্রতিক্রিয়া আগের চেয়ে তীব্র হবে বলে পাকিস্তানকে হুঁশিয়ার করেছেন ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল দালবির সিং সোহাগ।
বৃহস্পতিবার বিদায়ী সেনাপ্রধান বিক্রম সিং এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার সময় দালবির সিং সোহাগ এ হুঁশিয়ারি দেন।
এ সময় পাকিস্তানি সেনাবাহিনীর কয়েকটি আক্রমণে নিজ বাহিনীর সদস্য নিহত হওয়ার ঘটনা উল্লেখ করেন তিনি। এসব আক্রমণের ঘটনায় তাৎক্ষণিকভাবে জবাব দেওয়া হয়েছে জানিয়ে নতুন সেনা প্রধান বলেন, ভবিষ্যতে এধরনের আক্রমণ হলে আরো কঠোরভাবে পাল্টা হামলা চালানো হবে।
জেনারেল সোহাগ বলেন, তিনি ১৩ লাখ সদস্যের বাহিনীর সক্রিয়তার ওপর গুরুত্ব দেবেন। আমার দৃষ্টি থাকবে আমার জওয়ানদের ওপর, সেনাবাহিনীর সমর প্রস্তুতি ও দক্ষতা বাড়ানো। সেনাবাহিনীর কাছে সর্বাধুনিক সমরাস্ত্র থাকবে বলে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই। সূত্র: এনডিটিভি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান