ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ১৪ এপ্রিল (বুধবার) থেকে কঠোর লকডাউনের ঘোষণা করেছে সরকার। তবে লকডাউনে ৭ দিনের সাধারণ ছুটি থাকতে পারে বলে জানা গেছে।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, আপাতত এক সপ্তাহের সাধারণ ছুটির ঘোষণা আসছে। পরিস্থিতি বিবেচনায় পরে আরও এক সপ্তাহ বাড়ানোরও চিন্তাভাবনা আছে।
সাধারণ ছুটির মধ্যে গণপরিবহন বন্ধ রাখাসহ অন্যান্য কী কী বিধিনিষেধ থাকবে, সেটি নিয়ে এখন কাজ চলছে। পরিপত্রে এসব বিষয় স্পষ্ট করা হবে।
সূত্র মতে, মোটামুটি গত বছর সাধারণ ছুটিতে যেভাবে চলেছিল সে রকম কিছুই হতে পারে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান