রক্তিম পতাকা, রক্তিম পতাকা,
জানাই তোমাকে সালাম,
তুমি যে মোদের বিজয়ের প্রতীক,
শিরোপরী থাকবে তুমি অনন্তকাল,
লাখো শহীদের রক্তে রঞ্জিত,
তোমার কোমল বুক।
শত আঘাতে জর্জরিত তোমার সারা গা।
সন্তানহারা কত জননীর বুকে,
হয়ে আছো তুমি স্মৃতি।
তোমাকে দেখে কত বেদনা,বুকে রাখে তারা চাপি।
রক্তিম পতাকা,রক্তিম পতাকা,তোমার দিকে চেয়ে। আজো বীর বাঙালি স্বপ্ন দেখে স্বাধীনতা কে ঘিরে সবুজের মাঝে রক্তের স্তুপ,
তবুও তুমি আজো আছো নিশ্চুপ।
রক্তিম পতাকা,রক্তিম পতাকা
তোমাকে সামনে রেখে আজ বীর বাঙালি,
স্বাধীনতার স্বাদ উপভোগ করে প্রানভরে।
রক্তিম পতাকা রক্তিম পতাকা জানাই তোমাকে সালাম।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান