রক্তিম পতাকা, রক্তিম পতাকা,
জানাই তোমাকে সালাম,
তুমি যে মোদের বিজয়ের প্রতীক,
শিরোপরী থাকবে তুমি অনন্তকাল,
লাখো শহীদের রক্তে রঞ্জিত,
তোমার কোমল বুক।
শত আঘাতে জর্জরিত তোমার সারা গা।
সন্তানহারা কত জননীর বুকে,
হয়ে আছো তুমি স্মৃতি।
তোমাকে দেখে কত বেদনা,বুকে রাখে তারা চাপি।
রক্তিম পতাকা,রক্তিম পতাকা,তোমার দিকে চেয়ে। আজো বীর বাঙালি স্বপ্ন দেখে স্বাধীনতা কে ঘিরে সবুজের মাঝে রক্তের স্তুপ,
তবুও তুমি আজো আছো নিশ্চুপ।
রক্তিম পতাকা,রক্তিম পতাকা
তোমাকে সামনে রেখে আজ বীর বাঙালি,
স্বাধীনতার স্বাদ উপভোগ করে প্রানভরে।
রক্তিম পতাকা রক্তিম পতাকা জানাই তোমাকে সালাম।
শিরোনাম :
“রক্তিম পতাকা” : মোঃ আলমগীর শেখ
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৪:৩০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
- ১৭৯০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ