বাংলার খবর২৪.কম
: সর্বস্তরের জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. পিয়াস করিমের মরদেহ বুধবার কেন্দ্রী শহীদ মিনারে রাখা হবে।
ড. পিয়াস করিমের বন্ধু ড. মাহফুজ উল্লাহ সাংবাদিকদের জানান, বুধবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত তার মরদেহ শহীদ মিনারে রাখা হবে।
তিনি জানান, এরপর বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ড. পিয়াসের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
তবে তাকে কোথায় দাফন করা হবে তা এখনও ঠিক হয়নি। তার পরিবারের সসদ্যরা বিদেশে আছেন। দেশে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে ড. পিয়াসের মরদেহ রাজধানীর স্কয়ার হাসপাতালে রয়েছে। যা বুধবার পর্যন্ত ওই হাসপাতালেই রাখা হবে।
উল্লেখ্য, সোমবার ভোর ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান