ডেস্ক: করোনাভাইরাস প্রতিরোধে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ৭২ হাজার ৯২৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট টিকা নিলেন ৪৭ লাখ ৬০ হাজার ৪৪৭ জন। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণটিকা দেওয়া শুরুর ৩৬তম দিনে গ্রহীতার সংখ্যা ৪৭ লাখ ছাড়িয়েছে। তাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৯০০ জনের। এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৬১ লাখের বেশি মানুষ।
টিকাগ্রহীতার মধ্যে পুরুষ ২৯ লাখ ৯৬ হাজার ৫১১ এবং নারী ১৭ লাখ ৬৪ হাজার ২৩৬ জন। এ ছাড়া ২৭ ও ২৮ জানুয়ারি পরীক্ষামূলকভাবে টিকা নেন আরও ৫৬৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় তিনজনসহ টিকাগ্রহীতাদের মধ্যে ৯০০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। তবে মাত্রা খুবই মৃদু। কারও সামান্য জ্বর কিংবা বমি হয়েছে।
ঢাকার ৪৩টি এবং ঢাকার বাইরে ৯৫৫টি স্বাস্থ্যকেন্দ্রে টিকা কার্যক্রম চলছে। গত এক দিনে জেলাভিত্তিক সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে ঢাকায়, ১১ হাজার ৭৮৩ জনকে। সবচেয়ে কম বান্দরবানে, ৮৭ জন।
২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে টিকা নিয়েছেন ১০ হাজার ৯২১ জন। ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ১৯ হাজার ৪৩২ জন। তাদের মধ্যে রাজধানীর একজনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
চট্টগ্রাম বিভাগে টিকা দেওয়া হয়েছে ১৪ হাজার ১৯৫ জনকে। কারও শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন ১১ হাজার ১৮২ জন। এই বিভাগে একজনের পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া গেছে।
খুলনা বিভাগে ৭ হাজার ৯০৬ জনের মধ্যে কারও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। বরিশালে টিকা দেওয়া হয়েছে ৪ হাজার ৩৪১ জনকে। এই বিভাগেও পার্শ্বপ্রতিক্রিয়ার খবর নেই।
সিলেট বিভাগে ৩ হাজার ২৯৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৭ জন টিকাগ্রহীতার মধ্যে কারও শরীরে পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। রংপুরে ৮ হাজার ৫৬৬ জনকে টিকা দেওয়া হয়েছে। পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে একজনের শরীরে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান