বাংলার খবর২৪.কম: সারাদেশে গত জুলাই মাসে ১৫ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এর মধ্যে ১১ জনই পুলিশের হাতে নিহত হয়েছে। এছাড়া গণপিটুনীতে মারা গেছে ৮ জন । মানবাধিকার সংগঠন অধিকার তাদের এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে।
নিহত ১৫ জনের মধ্যে ২ জন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল)সদস্য, ১ জন বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য, ১ জন বিএনপি নেতা, ১ জন ঝুট ব্যবসায়ী, ১ জন ওয়ার্ড মেম্বার এবং ৯ জন কথিত অপরাধী বলে জানা গেছে। এই সময়ে পুলিশের হাতে নির্যাতনের কারণে ১ জন মৃত্যুবরণ করেছেন।
অধিকার বলছে, আইনপ্রয়োগকারী সংস্থাগুলো আইনী প্রক্রিয়ার বাইরে এসে বিচারবহির্ভূতভাবে সন্দেহভাজনদের হত্যা করাকে নীতি হিসেবে গ্রহণ করেছে। আর এই ক্ষেত্রে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের দায়মুক্তিমূলক বক্তব্য তাদেরকে এই কাজে আরো উৎসাহিত করছে।
‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত থাকায় দেশের আইন ও বিচার ব্যবস্থা প্রতিনিয়তই হুমকির সম্মুখীন হচ্ছে এবং সরকার মানবাধিকার সমুন্নত রাখা এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের প্রশ্নে সম্পূর্ণ বিপরীত অবস্থান নিয়েছে।’
অধিকার জানায়, জুলাই মাসে ৮ ব্যক্তি গণপিটুনীতে মারা গেছেন।
মূলত ফৌজদারী বিচার ব্যবস্থার দুর্বলতার কারণে এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থা কমে যাওয়ায় মানুষের মধ্যে নিজের হাতে আইন তুলে নেবার প্রবণতা দেখা দিয়েছে। মানুষের মধ্যে আইনের প্রতি অশ্রদ্ধা ও অস্থিরতার কারণে এই প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বলে অধিকার মনে করে।
অধিকারের তথ্য অনুযায়ী জুলাই মাসে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ ৪ জনকে গুলি করে এবং ১ জনকে কুপিয়ে আহত করেছে। একই সময়ে বিএসএফের হাতে অপহৃত হয়েছেন ৯ জন।
অধিকার জানায়, জুলাই মাসে ৩ জন ‘অসুস্থতাজনিত কারণে’ কারাগারে মৃত্যুবরণ করেছেন।
সংস্থাটি বলছে, কারাগারে চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতা এবং কারা কর্তৃপক্ষের অবহেলার কারনে অসুস্থ হয়ে অনেক কারাবন্দি মৃত্যুবরণ করছেন বলে অভিযোগ রয়েছে। বহু কারাগারের হাসপাতালে চিকিৎসকের পদ শূন্য রয়েছে।
অধিকার জানায়, দেশে রাজনৈতিক সহিংসতা অব্যাহত রয়েছে। জুলাই মাসে রাজনৈতিক সহিংসতায় ৮ জন নিহত এবং ৫৮৯ জন আহত হয়েছেন। এ সময় আওয়ামী লীগের ৩৫টি এবং বিএনপির ৫টি অভ্যন্তরীণ সংঘাতের ঘটনা রেকর্ড করা হয়েছে।
আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাতে ২ জন নিহত হয়েছেন। একই সময়ে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাতে ৪২৮ জন এবং বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ৫২ জন আহত হয়েছেন বলে তাদের প্রতিবেদনে বলা হয়েছে।
এছাড়া রোহিঙ্গা-বাংলাদেশিদের বিয়ে বন্ধে আইন মন্ত্রণালয়ের পরিপত্র জারির সমালোচনা করেছে অধিকার।