ফারুক আহমেদ সুজন: অভিনব কায়দায় সিএনজি অটোরিকশার ডিজিটাল নাম্বার প্লেট নকল করে অপরাধ করছে সংঘবদ্ধ চক্র। বিআরটিএ এখন পর্যন্ত যেসব নাম্বারের অনুমোদনই দেয়নি, এমন নাম্বারের অবিকল ডিজিটাল প্লেট তৈরি করে চুরি করা সিএনজিতে ব্যবহার করছে তারা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, শুধু আপরাধই নয়, এসব সিএনজি বিক্রি করে মোটা অংকের অর্থও হাতিয়ে নিচ্ছে কয়েকটি চক্র।
রাজধানীর বাইরে থেকে সিএনজি অটোরিকশা চুরির পর তা রঙ করে নতুন রূপ দেয়ার পাশাপাশি তাতে লাগানো হয় নকল ডিজিটাল নাম্বার প্লেট। এমনই এক চক্রের দুই সদস্যকে সম্প্রতি গ্রেফতার করার পর তাদের নানা অপরাধের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এই সূত্র ধরে সিআইডির তদন্তে মেলে আরো কয়েকটি চক্রের তথ্য। রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করা হয় জামান নামের এক ম্যাকানিককে। তিনি সিআইডিকে জানান, মাত্র এক ঘণ্টায় চুরি করে আনা সিএনজি পরিবর্তন করে দেয়া হয়। মাসে ১০টিরও বেশি সিএনজি অটোরিকশায় বসানো হয় নকল ডিজিটাল নাম্বার প্লেট। সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, বিআরটিএ যেসব নাম্বার অনুমোদনের অপেক্ষায় রেখেছে সেসব নাম্বার ব্যবহার করে এই চক্রগুলো।
তিনি আরো জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিয়ন্ত্রণ সংস্থার চোখ ফাঁকি দিয়ে নগরীর সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ এসব সিএনজি অটোরিকশা। পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে এগুলো।
বিষয়টি তদারকির জন্য বিআরটিএকে অনুরোধ করা হয়েছে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।