ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে মাদরাসার এক শিশুশিক্ষার্থীকে মারধরের ঘটনার রেশ না কাটতেই এবার সাতকানিয়ায় একটি মাদ্রাসার চার শিশুশিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. কামরুল হাসান (২৬) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।
নির্যাতনের শিকার শিক্ষার্থীদের মধ্যে মো. আব্দুল্লাহ নামে ছয় বছরের এক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে রংগিপাড়া এলাকার আবু তাহেরের ছেলে।
বৃহস্পতিবার (১১ মার্চ) সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গারাংগিয়া রংগিপাড়া হেফজখানা ও এতিমখানায় মারধরের ঘটনা ঘটে। শনিবার (১৩ মার্চ) বিকেলে অভিযোগ পেয়ে মাদরাসার শিক্ষক মো. কামরুল হাসানকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার রংগিপাড়ার আবু তাহেরের ৬ বছরের ছেলে মো. আব্দুল্লাহসহ চার শিক্ষার্থীকে বেধড়ক পেটান হেফজখানার শিক্ষক কামরুল হাসান। ঘটনার পরে তাকে প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা দেয়া হয়। তার অবস্থার অবনতি ঘটলে শুক্রবার (১২ মার্চ) সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আব্দুল্লাহ সেখানে চিকিৎসাধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ১১ মার্চ গারাংগিয়ার রংগিপাড়া হেফজখানা ও এতিমখানা মাদরাসার শিক্ষক কামরুল হাসান চার শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেন। তাদের একজনের অভিভাবক থানায় অভিযোগ করলে আমরা কামরুল হাসানকে গ্রেপ্তার করেছি।