ফারুক আহমেদ সুজন: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামীলীগ কার্যালয় ও ছাত্রলীগ নেতার বাড়িতে বহিরাগত সন্ত্রাসীদের হামলা ভাংচুর, লুটপাট, আহতের ঘটনার প্রতিবাদ, মানববন্ধন ও মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে এলাকাবাসী ও আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী।
রোববার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু পাড়াগাঁও এলাকায় এ কর্মসূচী পালন করা হয়।
কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক অ্যাড. আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য খন্দকার আবুল বাশার টুকু,উপজেলা আওয়ামলীলীগ সদস্য এন এ করিম পাঠান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সভাপতি সামসুল আলম,সহ-সভাপতি হাজী ইয়ার হোসেন, আলাউদ্দিন মিয়া,যুগ্ন সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলী আজগর ভুইয়া, কায়েতপাড়া ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জামান ব্যাপারী, আলতাফ হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মিলন, যুবলীগ নেতা মোশারফ হোসেন ভুইয়া, সেচ্ছাসেবকলীগ নেতা মহিউদ্দিন ভুইয়া, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আশফাকুল ইসলাম তুষার, কায়েতপাড়া ইউনিয়ন মহিলালীগের সভাপতি রতœা আক্তার, সাধারণ সম্পাদক মীনা আক্তার, যুব মহিলালীগের সভাপতি শারমিন সুলাতানা, সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার প্রমূখ।
এসময় বক্তারা বলেন, গত ৮ মার্চ রাতে এলাকায় আধিপত্য বিস্তার করতে বহিরাগত সন্ত্রাসীরা বড়ালু পাড়াগাঁও এলাকার ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয় ও কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম জেমিনের বাড়িতে সশস্ত্র হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। হামলায় ছাত্রলীগ নেতাসহ পরিবারের পাঁচ জনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। এসময় সন্ত্রাসীরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করেছে বলে অভিযোগ উঠেছে। হামলা ভাংচুরের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলা হওয়ার আট দিন অতিবাহিত হয়ে গেলেও পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারেনি।
এছাড়া এখনও কায়েতপাড়ায় বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা রয়েছে। বহিরাগতদের আনাগোনায় এলাকার মানুষ রয়েছে চরম আতঙ্কে। প্রকাশ্যে দিবালোকে আসামীরা ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে আসামীদের গ্রেফতারের দাবি জানান বক্তারা। তা নাহলে আরো বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে