নিজস্ব প্রতিবেদক: রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের পুলিশি হয়রানি ও স্বেচ্ছাসেবকলীগ নেতা শফিকুল ইসলামের উপর হামলা চালিয়ে গুলি বর্ষণের ঘটনায় দায়েরকৃত অভিযোগ মামলা হিসেবে রুজু করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। ডেমরা- রূপগঞ্জ-কালীগঞ্জ সড়কের পূর্বগ্রাম এলাকায় ১৪ মার্চ রবিবার কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ বিপুল সংখ্যক নারী পুরুষ এ মানববন্ধনে অংশ নেয়। আগামী তিন দিনের মধ্যে তাদের দায়েরকৃত অভিযোগ মামলা হিসেবে রুজু করা না হলে ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী এলাকায় অবরোধসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে তারা হুমকি দেয়। পূর্বগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মানববন্ধনপূর্বক সভায় সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আসন্ন কায়েতপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ জাহেদ আলী। সভায় বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, আওয়ামীলীগ নেতা রবি রায়, নাজমা খান, আশিক ইকবাল, নাজনীন সুলতানা ও নূর জাহান প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান