
বিশেষ প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন এর উদ্যোগে আজ শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন এর যোক্তিক দাবি গুলো দ্রুত তম সময়ের মধ্যে সমাধান করা হবে বলে মন্তব্য করেন শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি এমপি। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি এমপি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে শিক্ষকরাই মুল কারিগর। তিনি বলেন,বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করছেন তাঁরই কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা মন্ত্রী বলেন মাদরাসায় শিক্ষার্থীদের নির্যাতন বে আইনি ও অমানবিক। এটা কোন ভাবেই সমর্থন যোগ্য নয়। তিনি বলেন শিক্ষকদের মর্যাদা ও সামাজিক নিরাপত্তা না থাকলে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। তিনি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের বিষয়টি আরো ভেবে দেখছে সরকার। এজন্য গবেষণার প্রয়োজন। তিনি মাদরাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। বিএমজিটিএ এর মহাসচিব মোঃ শান্ত ইসলামের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্বাশিপের যুগ্ম-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান পান্না, বিএমজিটিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ, অর্থ সম্পাদক মেহেদী হাসান সরকার, নোয়াখালী জেলা সভাপতি ফখরুল ইসলাম, লক্ষ্মীপুর জেলা সভাপতি মোঃ আলী, পটুয়াখালী জেলা সভাপতি সোহরাব হোসেন, টাঙ্গাইল জেলার আহবায়ক কে,এম শামীম, ঝালকাঠি জেলা সভাপতি শাহ মাহমুদ কবির, পিরোজপুর জেলা কমিটির আহ্বায়ক আব্দুল বারেক,এলিন তালুকদার ও কামরুন্নাহার প্রমুখ ।
এ সময়ে বক্তারা মাদ্রাসা শিক্ষকদের বেতন EFT মাধ্যমে প্রদান, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান ।