ফারুক আহমেদঃ রূপগঞ্জের চনপাড়া রাসেলনগর ও কায়েতপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা এবং পুলিশের হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। শুক্রবার ( ১২মার্চ) বিকালে বিক্ষোভ মিছিলটি চনপাড়া থেকে পূর্বগ্রাম উচ্চবিদ্যালয়ের সামনে যায় । সেখানে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ জাহেদ আলী, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান বজলু, রূপগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা,উপজেলা যুবলীগের সমাজ কল্যান সম্পাদক মোঃ মহসীন মিয়া,চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি নাজমীন সুলতানা, সেচ্ছাসেবক লীগ নেতা জয়নাল আবেদীন।
কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাহেদ আলী বলেন, আমরা আজকে ক্ষমতায় থেকেও মনে হচ্ছে বিরোধী দলে অবস্থান করছি। আর তা না হলে কোনো আমরা আজকে প্রতিবাদ সভা করব। আজকে আমরা সুখে শান্তিতে বসবাস করার কথা। কিন্তু তা হচ্ছে না। কায়েতপাড়াতে একজন ভূমিদস্যুর অত্যাচারে নিগৃহ হয়ে যাচ্ছি আমরা। তার কাজ কর্মে তার ভূমিদস্যুতায় আমাদের সকল নেতাকর্মীদের নামে মামলা হচ্ছে। হামলার শিকার হচ্ছে। ঘরে শান্তি মতো তারা ঘুমাতে পারছে না। বৃহস্পতিবার রাত ৩ টায় রূপগঞ্জ পুলিশ বাহিনী তান্ডব চালিয়েছে। পুলিশ মাস্তান বাহিনী নিয়ে রামদা ,অস্ত্র এবং চাপাতি সহ গ্রামবাসীর উপর আক্রমণ করেছে। বড়ালু গ্রামে ১০টি বাড়ির উপর আক্রমণ করে। দরজা জানালা ভেঙ্গে আমাদের নেতাকর্মীর যাদের নামে কোনো মামলা নেই তাদের কে ধরে নিয়ে থানায় আটক রেখেছে। এটা অত্যান্ত নেক্কার জনক। উনি কার মিশন নিয়ে রূপগঞ্জ থানায় অবস্থান করছে। উনি আওয়ামীলীগের লোক হলে আওয়ামীলীগের নেতাকর্মীদের উপর হামলা নির্যাতন হয়রানি করতো না।
তিনি বলেন , আমাদের আন্দোলন চলবে। প্রতিবাদ মিছিল চলবে প্রতিদিন। পুলিশ এবং ভূমিদস্যুদের জলুম অত্যাচার যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে।
শিরোনাম :
পুলিশের হয়রানির প্রতিবাদে কায়েতপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:২৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- ১৫৯২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ