বাংলার খবর২৪.কম : ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা নিয়ে পদ বঞ্চিতরা নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এছাড়া বিক্ষোভ মিছিল এবং প্রায় আধা ঘণ্টা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে।
প্রসঙ্গত, রোববার বিকেলে দেবাশীষ ঘরামি দেবুকে সভাপতি ও দিদারুল আলম খান দিদারকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ।
এতে পদ বঞ্চিতরা ক্ষোভে ফেটে পড়ে লিখিতভাবে এ কমিটির প্রতিবাদ জানিয়েছেন। রাজাপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক এমএ শুক্কুর, ছাত্রলীগ নেতা জসিম, নুর আলম নয়ন, ইমরান হোসেন, মো. রমজান ও সজীব খান স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবি করা হয় যাদের নাম কমিটিতে ঘোষণা করা হয়েছে তারা সক্রিয়ভাবে ছাত্রলীগে রাজনীতির সঙ্গে জড়িত নয়।
রাজাপুর থানার ওসি মাসুদুজ্জমান বলেন, পদ বঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা বাইপাস এলাকার উপজেলা আওয়ামী লীগের অফিসের কয়েকটি চেয়ার, টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করে। পরে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে অবরোধ করতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেয়
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান