প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৪, ৩:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২১, ৫:৫৮ পি.এম
ড্রাইভার ভাইয়েরা গাড়ি চালানোর সময় অযথা হর্ণ বাজাবেন না : বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ
ফারুক আহমেদ সুজন: আজ শনিবার রাজধানীর খিলক্ষেত বিআরটিসি বাসডিপো জোয়ারসাহারা মিরপুর বিআরটিএ এর ড্রাইভারদের প্রশিক্ষণ কেন্দ্রে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্প এর আওতায় পরিবহন চালক ও শ্রমিকদের মাঝে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড.এ কে এম রফিক আহাম্মদ,অতিরিক্ত মহাপরিচালক মোঃ হুমায়ন কবীর,বিভাগীয় প্রধান ঢাকা মেডিকেল কলেজ প্রফেসর নুরুল ফাত্তাহ রুমী,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক বিআরটিএ আব্দুর রাজ্জাক, ঢাকা বিভাগ বিআরটিএ উপ-পরিচালক শফিকুজ্জামান ভুঁইয়া, মিরপুর বিআরটিএ সহকারী পরিচালক মোঃ শামসুল কবীর,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ পরিচালক(প্রশিক্ষন)বিআরটিএ ওয়াহেদুজ্জামান খন্দকার। অনুষ্ঠানে প্রধান অতিথি বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার ড্রাইভারদের উদ্দেশ্যে বলেন আপনারা যেখানে সেখানে অযথা হর্ন বাজাবেন না এই হর্ন বাজানোর ফলে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ে যাচ্ছে। অনেক জায়গায় দেখা যায় ড্রাইভার দের অযথা হর্ন বাজায় এবং আমি আশা করবো ড্রাইভাররা গাড়ি চালানোর সময় খুব সতর্কতার সহিত গাড়ি চালাবেন। অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন বিআরটিএ'র মোটরযান পরিদর্শক তানভীর আহমেদ,দেবাশীষ বিশ্বাস,উচ্চমান সহকারী এমদাদুল হক শামীম, সজীব হাসান,তোফাজ্জল হোসেন,মোঃ কামাল,মোঃ সুমন সহ আরো অনেকে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান