ফারুক আহমেদ সুজন: আজ শনিবার রাজধানীর খিলক্ষেত বিআরটিসি বাসডিপো জোয়ারসাহারা মিরপুর বিআরটিএ এর ড্রাইভারদের প্রশিক্ষণ কেন্দ্রে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্প এর আওতায় পরিবহন চালক ও শ্রমিকদের মাঝে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড.এ কে এম রফিক আহাম্মদ,অতিরিক্ত মহাপরিচালক মোঃ হুমায়ন কবীর,বিভাগীয় প্রধান ঢাকা মেডিকেল কলেজ প্রফেসর নুরুল ফাত্তাহ রুমী,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক বিআরটিএ আব্দুর রাজ্জাক, ঢাকা বিভাগ বিআরটিএ উপ-পরিচালক শফিকুজ্জামান ভুঁইয়া, মিরপুর বিআরটিএ সহকারী পরিচালক মোঃ শামসুল কবীর,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ পরিচালক(প্রশিক্ষন)বিআরটিএ ওয়াহেদুজ্জামান খন্দকার। অনুষ্ঠানে প্রধান অতিথি বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার ড্রাইভারদের উদ্দেশ্যে বলেন আপনারা যেখানে সেখানে অযথা হর্ন বাজাবেন না এই হর্ন বাজানোর ফলে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ে যাচ্ছে। অনেক জায়গায় দেখা যায় ড্রাইভার দের অযথা হর্ন বাজায় এবং আমি আশা করবো ড্রাইভাররা গাড়ি চালানোর সময় খুব সতর্কতার সহিত গাড়ি চালাবেন। অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন বিআরটিএ’র মোটরযান পরিদর্শক তানভীর আহমেদ,দেবাশীষ বিশ্বাস,উচ্চমান সহকারী এমদাদুল হক শামীম, সজীব হাসান,তোফাজ্জল হোসেন,মোঃ কামাল,মোঃ সুমন সহ আরো অনেকে।