ডেস্ক : ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী এলাকায় তিনতলা একটি বাড়ি খালে ধসে পড়েছে। এ ঘটনায় সাতজনকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাড়ির মালিক জানান, সকালের খাবার তৈরিতে সবাই যখন ব্যস্ত ছিল, তখনই ভবনটি হেলে পাশের পুকুরে পড়ে যায়। এ সময় বাড়িতে সাতজন অবস্থান করছিলেন বলেও জানান তিনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌঁছে কাজ শুরু করে। তবে তার আগেই স্থানীয়দের সহযোগিতায় সবাই বেরিয়ে আসতে সক্ষম হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ভবনের বাসিন্দারা সবাই সুস্থ আছেন জানিয়ে বাড়ির মালিক বলেন, বাড়িতে কোনো ভাড়াটিয়া থাকেন না।
উদ্ধার তৎপরতায় নিয়োজিত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ভবনটি সম্পূর্ণভাবে খালের ওপর নির্মাণ করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান