জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আত্মহত্যার প্রচেষ্টায় গায়ে আগুন লাগিয়ে রাস্তায় পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে রাজধানীর পল্লবী থানা পুলিশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটায় এক ব্যক্তি পল্লবীর সি-ব্লকের ১১ নম্বর সড়ক থেকে ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সেখানে এক ব্যক্তি নিজের গায়ে আগুন লাগিয়ে অচেতন হয়ে রাস্তায় পড়ে আছে।
৯৯৯ সঙ্গে সঙ্গে বিষয়টি পল্লবী থানায় জানায়। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে পল্লবী থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।
পরে পল্লবী থানার এএসআই ফয়সাল ৯৯৯-কে ফোনে জানান, তারা রাস্তা থেকে চল্লিশোর্ধ্ব অচেতন অগ্নিদগ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠিয়েছেন।
তিনি আরও জানান, আত্মহত্যার প্রচেষ্টাকারী ব্যক্তি বেকার ছিলেন এবং পারিবারিক সমস্যার কারণে হতাশাগ্রস্ত ছিলেন।
পরবর্তীতে সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ৯৯৯ থেকে আত্মহত্যা প্রচেষ্টাকারীর মাকে ফোন করা হলে তিনি জানান, তার ছেলের জ্ঞান ফিরেছে, অবস্থা স্থিতিশীল রয়েছে তবে এখনও বিপদমুক্ত নয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান