ডেস্কঃ ঢাকায় মডেলিংয়ের কাজ করা এক তরুণীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় চট্টগ্রামের আনোয়ার ইসলাম সানি নামে এক যুবকের। ২০১৮ সালে হওয়া এই পরিচয়ের সমাপ্তি ঘটে প্রতারণার মাধ্যমে।
পুলিশ জানায়, কয়েক দিন আগে ওই তরুণীকে সানি চট্টগ্রামে বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের ফটোসেশন করার প্রস্তাব দেন। তার সঙ্গে আরও এক মডেল লাগবে বলে জানান তিনি। দীর্ঘদিনের জমানো বিশ্বাসে ওই তরুণী গত ৩০ জানুয়ারি চট্টগ্রামে আসেন। নগরীর আগ্রাবাদ মোড়ে আখতারুজ্জামান সেন্টারের সামনে তিনি সানির সঙ্গে দেখা করেন। সেই দেখাতেই কয়েকজন প্রতারকের সহযোগিতায় ওই তরুণীর হাতে থাকা মোবাইল ও ভ্যানিটি ব্যাগ নিয়ে পালান সানি।
পরে এ ঘটনায় অভিযোগ জমা পড়ে নগরীর ডবলমুরিং থানায়। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় ৬ জানুয়ারি (শনিবার) সন্ধ্যায় নগরীর লাকী প্লাজার সামনে থেকে গ্রেফতার করা হয় প্রধান আসামি আনোয়ার ইসলাম সানিকে।
পরে তার দেয়া স্বীকারোক্তিতে কয়েক ঘণ্টার মাথায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. আরাফাত (২৬) ও আহমেদ উল্লাহ (২৩) নামে অপর দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। আসামি আনোয়ারের বাসা থেকে উদ্ধার করা হয় ভুক্তভোগীর ভ্যানিটি ব্যাগ ও ব্যাগে থাকা নগদ ৬ হাজার ৫০০ টাকা। আসামি আহমদ উল্লাহর জবানবন্দিতে চকবাজারের গুলজার টাওয়ার থেকে উদ্ধার করা হয় মোবাইলটি।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, ফেসবুকে প্রতারণার ঘটনায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। ভিকটিমের ভ্যানিটি ব্যাগ, মোবাইল ও টাকা উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।