বাংলার খবর২৪.কম, চরফ্যাশন : ভোলার মেঘনায় কোস্টগার্ড অভিযান চালিয়ে ৪৪০ কেজি ইলিশসহ তিন কোটি টাকার পাঁচ লাখ ৭৫ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। শনিবার দুপুর ১২টা থেকে রাত ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ড ভোলা (দক্ষিণ) জোনের অপারেশন অফিসার লে. রফিকুল ইসলাম জানান, শনিবার দুপুর ১২টার দিকে কোস্টগার্ড ভোলা (দক্ষিণ) জোনের একটি টিম মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। অভিযানকালে কোস্টগার্ডের ওই টিমের সদস্যরা রাত ১টা পর্যন্ত মেঘনার মেদুয়া, ভোলার খাল ও তুলাতুলি পয়েন্ট থেকে একটি ট্রলারসহ পাঁচ লাখ ৭৫ হাজার মিটার অবৈধ জাল ও ৪৪০ কেজি মা ইলিশ জব্দ করে। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানা, মাদরাসা ও অসহায় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
এছাড়া ১১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড, পুলিশ ও মৎস্য বিভাগের সমন্বয়ে গঠিত টিম ভোলার চরফ্যাশনের খেজুর গাছিয়া, ঢালচর থেকে ১৭ জেলে, ভোলা সদর, মনপুরা ও দৌলতখান থেকে ১৩ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল জরিমানা করা হয়।
উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুমে ৫ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এসময় মাছ ধরা, জাল ফেলা, মজুদ, বিক্রি ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করে মৎস্য বিভাগ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান