বাংলার খবর২৪.কম কক্সবাজার : উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে দুদকের মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে নির্বাচনী এলাকার সড়কে অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছেন বদির সমর্থকরা। তারা বদির মুক্তির দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।
রোববার দুপুর সাড়ে ১২টা থেকে কক্সবাজার-টেকনাফ সড়কের তারা এ বিক্ষোভ করে।
এছাড়া মরিচ্যা, কোটবাজার, উখিয়া স্টেশন, পালংখালী ও টেকনাফের বিভিন্ন স্থানে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে। এতে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
উখিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আদিল উদ্দিন চৌধুরী জানান, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে মুক্তি দেয়া না হলে আবারো কর্মসূচি শুরু করা হবে।
উল্লেখ্য, রোববার ঢাকায় দুদকের একটি মামলায় আব্দুর রহমান বদি আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।