বাংলার খবর২৪.কম : মন্ত্রিসভার পরে এবার দলের সভাপতিমণ্ডলীর সদস্য এমনকি প্রাথমিক সদস্য পদ থেকেও আবদুল লতিফ সিদ্দিকীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।
রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভা এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম আবদুল লতিফ সিদ্দিকীকে বহিষ্কারের প্রস্তাব করেন। এসময় বৈঠকে উপস্থিত সকলেই তার প্রস্তাব সমর্থন করেন।
এর আগে শেখ হাসিনার সূচনা বক্তব্যের পরে বৈঠক শুরু হয়ে। শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান