বাংলার খবর২৪.কম, শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুরে জলজ প্রাণি কুইচা শিকার ও বাজারজাত করার দায়ে আমজাদ হোসেন (৫৪) নামে এক ব্যক্তিকে কারাদ- দেওয়া হয়েছে। কারাদ-াদেশ প্রাপ্ত আমজাদ হোসেন উপজেলার বিশালপুর ইউনিয়নের দেওড়াপাড়া গ্রামের কালু শাহার ছেলে। এসময় প্রায় ১০মন কুইচাও উদ্ধার করা হয়। রবিবার সন্ধ্যায় উপজেলার রানীরহাট এলাকায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কামরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালিত হয়। এসময় রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা মোল্লা রেজাউল করিম, গড়িয়াল প্রাণী সংরক্ষণ সংস্থার সমন্বয়কারি মাসুদুর রহমান, পরিবেশবাদি সংগঠন মুক্ত জীবনের সভাপতি আব্দুর রাজ্জাক নাসিম, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সদস্য হাসানুল বান্না সেতু প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিবেশবাদি সংগঠন মুক্তজীবনের সভাপতি আব্দুর রাজ্জাক নাসিম জানান, দীর্ঘদিন যাবৎ জীববৈচিত্র ধ্বংসকারি আমজাদ হোসেন কুইচাসহ বিভিন্ন প্রজাতির জলজ প্রাণি শিকার ও বাজারজাত করে আসছিল। সে অনুযায়ি গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে ১০মণ কুইচাসহ আমজাদকে গ্রেফতার করা হয়। পরে উদ্ধারকৃত ওই পরিমান জলজ প্রাণি মুক্ত জলাশলে ছেড়ে দেওয়া হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান