ডেস্ক : রাজধানীর ডেমরা এলাকা থেকে বিশ হাজার পিস ইয়াবাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।
সোমবার (১৮ জানুয়ারি) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় ডেমরার চৌরাস্তা এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. ফারুক হোসেন (৩৩), মো. ইউনুছ আলী (৩৪), মো. তারেক (৩২), মো. ইউসুফ মোল্লা (২৪), মো. কালাম (৩০) ও মো. আলী আজম (৪৪)।
এই বিষয়ে নেতৃত্বে থাকা গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শামসুল আরেফীন জানান, মাদক ব্যবসায়ীরা প্রাইভেটকারে করে কক্সবাজার থেকে মাদকদ্রব্য নিয়ে আসার সংবাদ পাই। সেই সংবাদের ভিত্তিতে গোয়েন্দা লালবাগ জোনাল টিম ডেমরা চৌরাস্তা এলাকায় প্রাইভেটকারটি আটক করে। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান