ডেস্ক রিপোর্ট : আজ (১৬ জানুয়ারি) ইভিএম পদ্ধতিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৬ টি ওয়ার্ড ভোট গ্রহণ চলছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের তেমন কোন উপস্থিতি পাওয়া যায়নি।
বেশিরভাগ কেন্দ্র গুলোতেই ভোটার উপস্থিতি দেখা যায়নি।
স্থানীয়রা ভোটাররা জানায় মেয়র প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনে ভোট দেয়ার আগ্রহ নেই। তাই ভোট কেন্দ্রে অন্যান্য নির্বাচনের তুলনায় এবারের ভোট কেন্দ্রে ভোটার নাই বললেই চলে।
হাজী নূরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রিজাডিং অফিসার সাজাদুল জানান, কোন প্রকার ঝামেলা ছাড়াই নির্বাচন ভোট গ্রহণ চলছে এখন পর্যন্ত এ কেন্দ্রে ৫০০ টি ভোট কাস্ট হয়েছে মোট ভোটার ৮ হাজার।
এ পৌরসভায় ভোট চলছে ৬ টি সাধারণ কাউন্সিলর এবং ৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে। মোট প্রার্থী রয়েছে ৩৬ জন। তার মধ্যে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ১০ জন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৬ জন। এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে ৯ জন। পুলিশ-আনসার ও বিজিবির পাশাপাশি স্ট্রাইকিং টিম রয়েছে ভোটের কেন্দ্র গুলোতে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান