ডেস্কঃ নরসিংদীর মাধবদী থানার ওসি সৈয়দুজ্জামানের ফ্ল্যাটে চুরি হয়েছে। ঘটনার ছয় ঘণ্টা মধ্যেই চোরকে আটক করেছে পুলিশ।
চোর মোস্তফা (৩০) একই থানার মেহেরপাড়া ইউনিয়নের পোলানপুর গ্রামের ইদ্দিস আলীর ছেলে। তার বিরুদ্ধে মামলা দিয়ে মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে নরসিংদীর আদালতে সোপর্দ করা হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার (১১ জানুয়ারি) রাতের কোনো এক সময় চুরির ঘটনা ঘটে। পৌর শহরের বিরামপুর এলাকার আল ফেরদৌস মসজিদ সংলগ্ন মোস্তফা আজিজুল করিমদের বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে ভাড়া থাকেন ওই পুলিশ কর্মকর্তা।
রাতে চোর মোস্তফা ওসির বাসা থেকে জানালা দিয়ে দুটি স্মার্ট ফোন এবং ছাদ থেকে একটি বাইসাইকেল চুরি করে পালিয়ে যায়। একই রাতে পাশের ফ্ল্যাট থেকে একটি প্যান্ট ও জ্যাকেট চুরি হয়। ওই প্যান্টের মানিব্যাগে ২৩ হাজার টাকা ছিল বলে দাবি করেন পরিবারের লোকজন।
মাধবদী থানার ওসি সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চোর মোস্তফাকে আটকের তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে তিন দিনের রিমান্ড চেয়ে নরসিংদীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এদিকে চুরি হওয়া মালামালের মধ্যে দুটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান