সাতসকালে কোদাল হাতে
সে যায় বাংলার কৃষক,
মোদের গাঁয়ে বসতি তাঁহার
নয়তো গরীব শোষক ।
সরল সোজা মাথায় বোঝা
কষ্টের জীবন ভাই,
টিনের ঘরে বসতি তাঁদের
বিশাল প্রাসাদ নাই ।
ক্ষুধা পেটে ফসল ফলায়
দেশের গান গায়,
বাংলার কৃষক বৃদ্ধ হলে
অভাব থেকে যায় ।
ওরা কৃষক নয়তো শোষক
ফলায় জাতির ভাত,
বাংলার বুকে ওরাই রাজা
নয়কো ছোট জাত ।