বাংলার খবর২৪.কম,সিলেট জাফলংয়ের পিয়াইন নদীতে পর্যটকদের সাঁতার কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে গত দুইদিনে ৪ পর্যটকের মৃত্যু হয়। এ ঘটনায় সিলেটের জেলা প্রশাসন শুক্রবার সকাল থেকে এ উদ্যোগ নিয়েছে।
সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম জানান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির) নেতৃত্বে থেকে সেখানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কোনো পর্যটক যাতে পিয়াইন নদীতে নামতে না পারেন তারা সে বিষয়ে তদারকি করবেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই বলেন, "বৃহস্পতিবার রাতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। শুক্রবারও সেখানে মাইকিং করে প্রচার করা হয়েছে।"
এরই মধ্যে ওই এলাকায় বিপুল সংখ্যক বিজিবি, পুলিশ ও গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
এর অাগে ঈদের ছুটিতে জাফলংয়ে বেড়াতে এসে এখানে ৪ পর্যটকের মৃত্যু হয়েছে।
তারা হলেন- সিলেট নগরীর শাহী ঈদগাহের খুরশেদ আলমের ছেলে কামরুল ইসলাম (২২), মৌলভীবাজারের শ্রীমঙ্গলের খুর্শেদ আলমের ছেলে শাহাদাৎ হোসেন সাকিল (১৬), একই উপজেলার বাছির মিয়ার ছেলে মামুন (১৭) ও আবদুল রহিমের ছেলে সাদেক হোসেন (১৭)।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান