
ডেস্ক : রাজধানীর দক্ষিণখান এলাকায় স্ত্রীর সঙ্গে ঝগড়াকে কেন্দ্র করে নিজের সাত মাসের শিশু সন্তানকে মাটিতে আছাড় মেরে হত্যা করেছে পাষণ্ড বাবা। বাবার হাতে খুন হওয়া শিশুটির নাম আব্দুল কাদের জিলানী রাব্বী। এ ঘটনায় বাবা রফিকুল ইসলাম (২৭) দক্ষিণখান থানায় আটক রয়েছেন।
সোমবার (৪ জানুয়ারি) রাতে দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) আফতাব উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আফতাব উদ্দিন আহমেদ বলেন, শেরপুরের রফিকুল ইসলাম (স্বামী) ও গোপালগঞ্জের মোসা. রাহিমা বেগম (স্ত্রী) দুই জনই রাজধানীর উত্তরায় গার্মেন্টসে চাকরি করেন। সেই সুবাদে স্বামী-স্ত্রী দক্ষিণখান এলাকায় একটি বাসায় ভাড়া নিয়ে দীর্ঘ দিন ধরে থাকছেন।
কিন্তু দুই মাসের ভাড়া না দিতে পারায় বাড়ির মালিক আজ তাদের বাসা থেকে বের করে দেয়। এই বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে রফিকুল ইসলাম স্ত্রী ও সাত মাসের শিশু সন্তান রাব্বীকে নিয়ে আজমপুর রেল লাইনের পাশে তার ফুফুর বাসায় গিয়ে উঠে।
তিনি বলেন, ফুফুর বাসায় খাওয়া-দাওয়া শেষে স্বামী স্ত্রী শুয়ে পড়েন। কিন্তু বেলা দেড়টার পরে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। সে সময় রাহিমা বেগম তার সাত মাসের বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছিল। ঝগড়ার এক পর্যায়ে রফিকুল ইসলাম তার স্ত্রীকে মারধোর করা শুরু করেন। স্ত্রীকে মেরে বুকের দুধ খাওয়া অবস্থায় রাব্বীকে কেড়ে নেন রফিকুল। পরে সে নিজের সাত মাসের শিশু রাব্বীর দুই পায়ে ধরে তার মাথা নিচের দিকে দিয়ে মাটিতে আছড়িয়ে মেরে ফেলেন।
এ সময় রাহিমার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে শিশু রাব্বীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় রফিকুল ইসলামকে আমরা আটক করেছি। এছাড়া রাহিমা বেগম স্বামীর বিরুদ্ধে সন্তান হত্যার দায়ে থানায় একটি মামলা রুজু করছেন। মামলাটি এখনো রুজু হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।