বাংলার খবর২৪.কম ডেস্ক : পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে বোমা বানানোর সময় সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রামের এক বোমা কারিগরের সম্পৃক্ততা পেয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।
এই বোমা কারিগরের নাম শেখ নসরুল্লাহ (৩৪)। তিনি চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকার বাসিন্দা। ঘটনার পর পরই অকুস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন তিনি।
ইতোমধ্যেই তাকে গ্রেফতার করতে পুরো পশ্চিমবঙ্গে রেড এলার্ট জারি করেছে পুলিশ। এদিকে জঙ্গী সন্দেহে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে জাবেদ জাহাঙ্গীর নামে চট্টগ্রামের আরেক যুবককে গ্রেফতার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশের সময় জাবেদ জাহাঙ্গীরকে ৬ দিনের রিমান্ডে নিয়েছে বনগাঁ থানা পুলিশ।
পশ্চিমবঙ্গে বোমা বিস্ফোরণের পর নসরুল্লাহ ও জাবেদ জাহাঙ্গীরের নাম আলোচিত হওয়ায়, এ ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রামের বাকলিয়া থানার রসুলবাগ এলাকায় স্বপরিবারে বসবাসকারী শেখ নসরুল্লাহ একজন পেশাদার বোমা কারিগর। এরআগে, ২০১৩ সালের ২৩ অক্টোবরেও বাকলিয়ার রসুলবাগ আবাসিক এলাকায় শেখ নসরুল্লাহর ১০৯ নম্বর বাসায় বোমা বানানোর সময় গভীররাতে বিস্ফোরণ ঘটে।
এই বিস্ফোরণের পরপরই পালিয়ে যান নসরুল্লাহ। পরে ওই রাতেই নসরুল্লাহ বাসায় অভিযান চালিয়ে তার বড় ভাই আসাদুল্লাহ এবং স্ত্রী আসমাউল হুসনাকে গ্রেফতার করে পুলিশ।
এ সময় নসরুল্লাহর বাসা থেকে গান পাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় নসরুল্লাহকে প্রধান আসামি করে মামলা দায়ের করে বাকলিয়া থানা পুলিশ।
মহানগর পুলিশের বাকলিয়া থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, গত বছর ২৩ অক্টোবর নসরুল্লাহর বাসায় বোমা তৈরির সময় বিস্ফোরণের পর মহানগর পুলিশের মোস্ট ওয়ান্টেড অপরাধী হিসেবে তালিকাভুক্ত ছিলেন নসরুল্লাহ। কিন্তু গত এক বছরেও তাকে গ্রেফতার করা যায়নি। ওই ঘটনার এক বছর পর ভারতের পশ্চিমবঙ্গে একইভাবে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় চট্টগ্রামের নসরুল্লাহ নাম আলোচিত হচ্ছে। বোমা তৈরির সময় বিস্ফোরণে দুই বাংলাদেশী নিহত হলেও পশ্চিমবঙ্গ পুলিশ এবং ভারতীয় গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন বোমা কারিগর নসরুল্লাহ।
এদিকে পশ্চিমবঙ্গ গোয়েন্দা পুলিশের একটি সূত্রে জানা যায়, চট্টগ্রামের বোমাকারিগর নসরুল্লাহ অবৈধভাবে ভারতে গিয়ে জঙ্গি তৎপরতা শুরু করে। সর্বশেষ, বোমার বিস্ফোরণকালে নসরুল্লাহ ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। পৃথক ঘটনায় বনগাঁ থানা পুলিশ জাবেদ জাহাঙ্গীরকে গ্রেফতার করলেও পশ্চিমবঙ্গে জঙ্গি তৎপরতার সঙ্গে তাদের যোগসাজস থাকার বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
শিরোনাম :
পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণে চট্টগ্রামের বোমা কারিগরের সংশ্লিষ্টতা ?
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০১:১৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০১৪
- ১৬৭১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ