ডেস্কঃ গুরুদাসপুর হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশু তাইবাকে চুরি আটদিন পর মায়ের কোলে ফিরিয়ে দিলো পুলিশ। বৃহস্পতিবার সকালে মা শিমা বেগমের কোলে ওই শিশুকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বুধবার গভীর রাতে বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রাম থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। এসময় আটক করা হয়েছে চুরিতে জড়িত এক নারীকে।
আটক নারী নাম শাকিলা বেগম (৩২)। উদ্ধার হওয়া শিশু তাইবা গুরুদাসপুরের মশন্দিা মাঝপাড়া গ্রামের তফিজ ও শিমা দম্পতির তৃতীয় সন্তান।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ঘটনার দিন (২৩ ডিসেম্বর) শিশু তাইবাকে নিয়ে মা শিমা বেগম গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছিলেন। একই সময় শাকিলা বেগমও হাসপাতালে এসেছিলেন একটি শিশু সন্তানের খোঁজে। হাসপাতালে শিমা বেগমের সাথে তার আলাপচারিতা হয়। এক পর্যায়ে শিশু তাইবাকে কৌশলে চুরি করে পালিয়ে যান শাকিলা বেগম।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, শিশুটি চুরি যাওয়ার পর বাবা তফিজ বাদি হয়ে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেছিলেন। মামলার প্রেক্ষিতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ ও পুলিশ, ডিএসবি, ডিবিন স্পেশাল টিমের সমন্বয়ে সাতদিন ব্যাপী পাবনা, সিরাজগঞ্জ এবং নাটোর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। একপর্যায়ে বুধবার গভীর রাতে শিশু তাইবাকে উদ্ধার করে পুলিশ। আটক নারীকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।