বাংলার খবর২৪.কম, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি ম্যাজিক গাড়ির চাপায় দুই মহিলা নিহত এবং একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধোপাডাঙ্গা গ্রামের ফরিদ উদ্দিনের স্ত্রী নাজমা বেগম(২৮) ও একই গ্রামের হাবিল মিয়ার স্ত্রী আজেনা বেগম (৩০)। তারা সম্পর্কে চাচাতো বোন হয়।
এ ঘটনায় রোজিনা বেগম (২২) নামের অপর এক মহিলা আহত হন। তিনি একই গ্রামের জহর উদ্দিনের স্ত্রী।
ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এটিএম মাহাবুব আলম জানান, বৃহস্পতিবার সকালে নাজমা বেগম, আজেনা বেগম ও রোজিনা বেগম গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার পাশে বসেছিলেন।
এ সময় গাইবান্ধা থেকে সুন্দরগঞ্জ গামী ম্যাজিক পরিবহনের একটি যাত্রীবাহি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসে থাকা ওই তিন মহিলাকে চাঁপা দিলে এতে ঘটনাস্থলে নাজমা বেগম ও আজেনা বেগম নিহত হন।
আহত অপর মহিলা রোজিনা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা গাড়িটি আটকের পর এতে অগ্নিসংযোগ করে এবং গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনাস্থল থেকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং জনগন সড়কের অবরোধ তুলে নেয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান