বাংলার খবর২৪.কম : নোয়াখালীর সদর উপজেলায় সন্ত্রাসী হামলায় শ্বশুর বাড়িতে বেড়াতে আসা কুয়েত প্রবাসী জামাই নিহত হয়েছেন।
বুধবার দুপুরে উপজেলার সাদুল্যাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
নিহতের নাম অলি উল্যাহ খোকন (৩৮)। এ ঘটনায় আরো অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে খোকনের মৃত্যু হয়।
নিহত খোকন কবিরহাট উপজেলার ধানসিড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের আহসান উল্যাহর পুত্র।
জানা গেছে, সদর উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের সাদুল্যাপুর গ্রামের আবদুল খায়েরের সঙ্গে একই এলাকার সন্ত্রাসী চাঁদাবাজ মজিবুল হকের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে বুধবার দুপুরে সন্ত্রাসী মজিবুল হক, রায়হান ও রুবেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী খায়েরের বাড়িতে হামলা চালায়। তারা পিটিয়ে ও কুপিয়ে অন্তত ২০ জনকে আহত করে।
এলাকাবাসী গুরুতর আহত শ্বশুর বাড়িতে বেড়াতে আসা জামাই খোকন, পাবেল. রুপক, পিংকি, জাহাঙ্গীর ও রুবেলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
এরমধ্যে জামাই খোকনের অবস্থার অবনতি হলে ডাক্তাররা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নোয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা করছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান