নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার চিহ্নিত মাদক ব্যাবসা ও পুলিশের সোর্স রোকন ঢালি গত ২৪ ডিসেম্বর মাদক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোকম ঢালী দীর্ঘদিন যাবৎ পুরান ঢাকা বাবু বাজার এলাকায় পুলিশের সোর্স হিসেবে চাঁদাবাজির শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন বলে জানা গেছে। গোপনে প্রসারিত করেছেন তার মাদক ব্যবসা। হয়েছেন অঢেল অর্থের মালিক। বাবুবাজার এলাকার জাকির হোসেন রনির ভারাটিয়া রোকন ঢালি আর আগেও গত ২৫/৭/২০২০ তরিখে ৫৫ বোতল বিদেশি মদ ও ৬৬ খালি বোতল সহ গ্রেফতার হয় এই চাঁদাবাজ ও মাদক ব্যাবসাহী রোকন ঢালি। তার নামে চকবাজার থানায় একটি মামলা চলমান রয়েছে। মামলা নং ৫৬/২৫/৭/২০২০ জমিনে এসে তৌহিদুর রহমান মোল্লার সহযোগীতা নিয়ে ফের শুরু করে মদ বিক্রি। রোকন ঢালির নিজ তৈরি করা মদ খেয়ে মা-রা যান আবদুর রহামান নামের একজন। সেই মামলায় গতকাল এস আই প্রদীপ গ্রেফতার করেন রোকন ঢালিকে। রোকন ঢালী গ্রেপ্তারের পর হতেই তার গডফাদার হিসেবে পরিচিত তৌহিদুর রহমান মোল্লা তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য থানায় দৌড়ঝাঁপ করেন বলে স্থানীয় সূত্র জানিয়েছেন।থানা পুলিশ ও গ্রেফতার কারি কর্মকর্তাকে বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছে বলেও জানা যায়।
শিরোনাম :
পুরান ঢাকার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ১২:৪৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
- ১৫১১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ