ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এমএ হাসেম।
বুধবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ১টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন এমএ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেল।
করোনা ভাইরাসে আক্রান্ত হলে ১১ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সিটি ব্যাংক ও ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এমএ হাসেমকে। অক্সিজেন স্যাচুরেশন ১০০ এর নিচে নেমে এলে ১৬ ডিসেম্বর বিকেলে তাকে লাইফ সার্পোটে নেওয়া হয়।
লাইফ সার্পোটে থাকা অবস্থায় দেশের বিশিষ্ট শিল্পপতি এমএ হাসেম সেপটিক শক করেন। তাকে সুস্থ করে তোলার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করে সব ধরনের চেষ্টা চালিয়েছেন চিকিৎসকরা।
সব চেষ্টা ব্যর্থ করে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে।