আজ বিজয় দিবসের আলোড়নে,
মনে জাগে শিহরণ,
মনে পড়ে সেই অতীতের কালো দিন।
সেদিন ধ্বনিত হয়েছিল পাশুন্ডদের নির্মম বীন।
সোনার বাংলার শ্যামল তলে
শোষণ করতে চেয়েছিল ওরা ছলে বলে'
নিরব নিস্তব্দ করতে এদেশ,
তখন ওরা পড়েছিল কাপুরুষের কাল বেশ'
দিনে রাত্রে পালাক্রমে,
নিরব অসহায় মানুষকে হত্যা করে'
দখল করতে চেয়েছিল ওরা এ তখ্ত তাজ,
এসব দেখে বীর বাঙ্গালী সাজলো রণ সাজ '
পতন ঘটাবো যত অন্ধকারের,
উদিত করবো মোরা আলোর দিশার '
রুখে দাঁড়িয়ে ছিল সেদিন সবাই অস্ত্র হাতে।
ছিনিয়ে এনেছিল বিজয়ের অনন্ত প্রতীক,
স্বীয় স্বাধীনতাকে '
আজ বিজয় দিবসের ডাকে
মনে আমার দৃঢ় সাধ জাগে
বরণ করিব মোরা রক্তে রঞ্জিত বিজয় দিবসকে
প্রাণ ভরে শত পুস্পের সম্ভারে,
আজ বিজয় দিবসের আলোড়নে,
মনে জাগে শিহরণ।
(সমাপ্ত) লেখক মোঃ আলমগীর শেখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান