বাংলার খবর২৪.কম : কঠোর নিরাপত্তার মধ্যে ভারত জুড়ে পালিত হচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। সোমবার বিপুল উৎসাহ -উদ্দীপনার মাধ্যমে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানীর মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকায় আনন্দের পরিমাণটা একটু বেশিই ছিল।
পবিত্র ইদুল আযহা উপলক্ষে ভারতের মুসলিম সম্পদায়কে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছা বার্তায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানানো হয়। এজন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়।
ঈদুল আযহা উপলক্ষে কোলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে বর্ধমানের খাগড়াবাড়িতে বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে সতর্কতা আরো বাড়ানো হয়েছে।
রাজ্যের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত ডিজি আর শ্রীবাস্তব জানিয়েছেন, কোলকাতা এবং শহর লাগোয়াকে আটটি ভাগে ভাগ করা হয়েছে। রোববার সকাল থেকেই বিভিন্ন স্থানে ব্যাপক নজরদারির গ্রহণ করা হয়। শহরের বিভিন্ন স্থানে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।
নজরদারিতে ব্যবহৃত হচ্ছে মোবাইল ভ্যান এবং সাদা পোশাকের পুলিশ। দ্রুত চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে অ্যাম্বুলেন্সের।
প্রশাসন সূত্রে জানা যায়, ঈদের নামাজের জন্য গুরুত্বপূর্ণ স্পট এবং মসজিদ এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।
ঈদ উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইব্রাহিম (আ.) এর ত্যাগ ও তিতিক্ষা থেকে প্রেরণা নিয়ে সকলকে শান্তিপূর্ণভাবে ঈদ পালন করতে আহ্বান জানিয়েছেন।
কোলকাতার সবচেয়ে বড় জামায়াত হয় রেড রোডে। এখানে নামাজ শুরু হয় সকাল ৯টায়। এছাড়া সকাল ৮টায় পার্ক সার্কাস ময়দানে ও টিপু সুলতান মসজিদে নামাজের জামাত হয়। কোলকাতার নাখোদা মসজিদে ঈদের জামাত হয় সকাল ৬টা ৪৫ মিনিটে।
আরো ঈদ উদযাপিত হচ্ছে ভারতের রাজধানী নয়াদিল্লিসহ জম্মু-কাশ্মীর, রাজস্থান, মহারাষ্ট্র, আসাম, ত্রিপুরাসহ প্রতিটি রাজ্যে। দিল্লির জামে মসজিদ, ফতেহপুর মসজিদে হাজার হাজার মানুষ ঈদের নামাজ আদায় করেছেন। প্রতিটি রাজ্যেই মুসলিমদের মধ্যে ছিল উৎসবের আমেজ।