ডেস্ক: সিলেটের সীমান্ত পথ ব্যবহার করে ভারত থেকে আসা নারী, পুরুষ ও শিশুসহ ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। রবিবার (৬ ডিসেম্বর) সকালে গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল জেলার দক্ষিণ সুরমা থেকে তাদের আটক করে। এ সময় ভারত থেকে তাদের সিলেটে নিয়ে আসা দুই মানবপাচারকারীকে আটক করা হয়। আটক রোহিঙ্গা মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।
আটককৃত দুই মানবপাচারকারী হলো কক্সবাজারের কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের উখিয়ার হামিদ মিয়ার ছেলে সাদেক (২৫) এবং সিলেটের কানাইঘাটের ডোনা গ্রামের মৃত রিয়াজের ছেলে সেলিম আহমদ (৩০)।
রবিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি বলেন, 'গোপন তথ্যের ভিত্তিতে র্যাব এ অভিযান পরিচালনা করে। আটককৃতদের কাছে কয়েকটি পরিচয়পত্র পাওয়া যায়। এগুলো ইউএনএইচসিআর এর দেওয়া। রোহিঙ্গাদের পাচারের উদ্দেশ্যে সিলেটে নিয়ে আসা হয়। পরবর্তীতে তাদের ভুয়া কাগজপত্র তৈরি করে বিদেশে পাঠানোর কথা ছিল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান