ডেস্ক: সিলেটের সীমান্ত পথ ব্যবহার করে ভারত থেকে আসা নারী, পুরুষ ও শিশুসহ ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। রবিবার (৬ ডিসেম্বর) সকালে গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল জেলার দক্ষিণ সুরমা থেকে তাদের আটক করে। এ সময় ভারত থেকে তাদের সিলেটে নিয়ে আসা দুই মানবপাচারকারীকে আটক করা হয়। আটক রোহিঙ্গা মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।
আটককৃত দুই মানবপাচারকারী হলো কক্সবাজারের কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের উখিয়ার হামিদ মিয়ার ছেলে সাদেক (২৫) এবং সিলেটের কানাইঘাটের ডোনা গ্রামের মৃত রিয়াজের ছেলে সেলিম আহমদ (৩০)।
রবিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে র্যাব এ অভিযান পরিচালনা করে। আটককৃতদের কাছে কয়েকটি পরিচয়পত্র পাওয়া যায়। এগুলো ইউএনএইচসিআর এর দেওয়া। রোহিঙ্গাদের পাচারের উদ্দেশ্যে সিলেটে নিয়ে আসা হয়। পরবর্তীতে তাদের ভুয়া কাগজপত্র তৈরি করে বিদেশে পাঠানোর কথা ছিল।