আন্তজাতিক ডেস্ক: ভারতে ২৬তম সেনাপ্রধান হিসেবে শপথ নিলেন লেফটেন্যান্ট জেনারেল দলবীর সিংহ সুহাগ। বৃহস্পতিবার ৫৯ বছর বয়সী সুহাগ জেনারেল বিক্রম সিংহের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব নিলেন ১৩ লাখ ভারতীয় সেনার। আগামী আড়াই বছর তিনি এই পদে থাকবেন।
লোকসভা ভোটের মাত্র তিন দিন আগে উপ-সেনাপ্রধান হিসেবে সুহাগের নাম ঘোষণা করে তৎকালীন ইউপিএ সরকার। তখনই তার নিয়োগ নিয়ে মুখ খোলেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ভি কে সিংহ তথা বিজেপি। সুহাগকে কংগ্রেসের ‘ভালবাসার লোক’ বলে কটাক্ষও করেন তিনি। এনডিএ ক্ষমতায় আসার পরও এই নিয়ে নিজের বক্তব্যে অনড় থাকেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল ভি কে সিংহ। তবে এ ক্ষেত্রে নিজেদের সরকারের মন্ত্রীর পাশে না দাঁড়িয়ে সুহাগের নিয়োগেই সিলমোহর দেন প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি। বিষয়টিকে রাজনীতির ঊর্ধ্বে রাখার কথাও বলেন তিনি।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘কিছু বিষয় রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে থাকে। সেনাপ্রধানের পদটি তেমনই। ইউপিএ সরকারের মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে দেশের নতুন সেনাপ্রধান হিসেবে জেনারেল দলবীর সিংহ সুহাগকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই নিয়োগকে বর্তমান সরকারও সমর্থন জানাচ্ছে। বিতর্ক এখানেই শেষ হওয়া দরকার।’
জেনারেল সুহাগ ১৯৭০ সালে যোগ দেন ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে। ১৯৮৭ সালে শ্রীলঙ্কায় ভারতের শান্তিরক্ষা বাহিনীর অন্যতম সদস্য ছিলেন তিনি। ২০০৭ থেকে বেশ কয়েক মাস কার্গিলে মাউন্টেনিয়ারিং ডিভিশনের নেতৃত্বে ছিলেন সুহাগ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান