ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কাশেম মাঝি (৬০) নামে এক বৃৃৃৃদ্ধের মৃৃৃত্যূ হয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের ইমানআলী বাজারে এ ঘটনা ঘটে।
নিহত কাশেম মাঝি চরজব্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপানাউল্লা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।
এ ঘটনায় শফিক মিজি (৬৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি একই এলাকার মৃত ফজলের রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শফিক মিজির সঙ্গে জায়গা-জমি নিয়ে বিরোধ ছিল কাশেম মাঝির। বুধবার সন্ধ্যায় মসজিদ থেকে ফেরার পথে কাশেম মাঝিকে ছুরিকাঘাত করে শফিক মিজি।
পরে গুরুতর অবস্থায় কাশেম মাঝিকে নোয়াখালী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আটক ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান